সাম্প্রতিক শিরোনাম

রাবিতে চাষ হচ্ছে “নিষিদ্ধ পপি ফুল”


রাবি প্রতিনিধি: নিষিদ্ধ মাদক ‘আফিম’ তৈরীর কাঁচামাল হিসেবে পরিচিত ‘পপি ফুল’। মাদকদ্রব্যের গাছ হওয়ায় দেশে সব প্রজাতির পপির চাষ সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’র আবাসিক হলগুলোর বাগানে অন্যান্য ফুলের আড়ালে চাষ হচ্ছে নিষিদ্ধ ‘পপি ফুল’।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ৫টি আবাসিক হলের বাগানে আফিম তৈরির পপি গাছ রয়েছে। অন্য গাছের আড়ালে থাকায় পপি গাছগুলো দুরে থেকে পরিস্কারভাবে বুঝা যায় না। জিয়াউর রহমান হলের ১ম ও ২য় ব্লকের মাঝের বাগানে প্রায় ৪০টি, মাদার বখ্শ হলের ২য় ও ৩য় ব্লকের মাঝের বাগানে প্রায় ১০টি, শহীদ শামসুজ্জোহা হলের বাগানে প্রায় ১০০টি, সৈয়দ আমীর আলী হলের বাগানে ২০টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভেতরের বাগানে ৬-৭টি গাছ দেখা গেছে।


তবে হলগুলোর মালিদের দাবি, হলের শোভাবর্ধনের জন্য বাগানে অনেক আগে পপি গাছ লাগানো হয়েছিল। পরে সেগুলো তুলে ফেলা হয়। নতুন করে গাছ লাগানো হয় নি।
জিয়াউর রহমান হলের মালি মো. সানাউল্লাহ বলেন, বাগানে বিভিন্ন জাতের ফুল গাছ রয়েছে। এবছরও অনেক ফুলগাছ নতুন করে লাগানো হয়েছে। পপি গাছ অনেক আগে লাগানো হয়েছিল। তখন হল প্রশাসনের নির্দেশে সেগুলো তুলে ফেলা হয়েছিল । হয়ত তার বীজ থেকেই বর্তমান গাছগুলো হয়েছে।
জানতে চাইলে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. জুলকার নায়েন বলেন, বিষয়টি আমার জানা নেই। হলে কর্তব্যরত মালির সঙ্গে কথা বলে তারপর আমি এবিষয়ে বলতে পারব।


এছাড়াও শাহ মখদুম ও শহীদ সামসুজ্জোহা হলের বাগানে দেখা মিলেছে একটি করে গাঁজার গাছের।
রিপন চন্দ্র রায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...