বিভাগ আদালত

আমি অপরাধী সবার টাকা ফেরত দেব, আদালতে সাহেদ

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

নমুনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে করা পাঁচ মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ৩৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকা ও সাতক্ষীরার আদালত। একই সঙ্গে সাহেদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে তিন মামলায় ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত। গতকাল রবিবার এ আদেশ দেওয়া হয়।

মামলায় ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। মাসুদকে কারা, কখন জিজ্ঞাসাবাদ করবে সে ব্যাপারে সিদ্ধান্ত না হওয়ায় গতকাল পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালতে প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, ‘যাঁরা আমার বিরুদ্ধে মামলা করেছেন, ব্যবসা চালু হলে আস্তে আস্তে সবার টাকা ফেরত দিয়ে দেব।’ তিনি রিমান্ড শুনানি চলাকালে বিচারককে বলেন, ‘স্যার, আমি তো অপরাধ করেছি। আমি ও মাসুদ দুজনই অপরাধী। আমার বিরুদ্ধে মামলার রিমান্ড শুনানি ঈদের পর হলে ভালো হয়। কয়েক দিন ধরে রিমান্ডে আছি। আমি অসুস্থ।

১০ দিনের রিমান্ড শেষে গতকাল সকালে সাহেদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে উত্তরা পশ্চিম থানার পুলিশ তিনটি এবং উত্তরা পূর্ব থানার পুলিশ একটি মামলায় গ্রেপ্তার দেখায়। তদন্ত কর্মকর্তারা চার মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত সাত দিন করে ২৮ দিনের রিমান্ডের আদেশ দেন। দুই থানার তিন মামলায় মাসুদের ৩০ দিনের রিমান্ড আবেদন করা হলে একই আদালত সাত দিন করে ২১ দিনের রিমান্ডের আদেশ দেন।

সাতক্ষীরার মামলায় সাহেদকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র রাখাসহ চিকিৎসায় বিভিন্ন প্রতারণার অভিযোগ আমরা খতিয়ে দেখছি।

জিজ্ঞাসাবাদের পর আমরা সাহেদকে আমাদের তিন মামলায় রিমান্ডে নিয়ে আসব। তখনই মাসুদকে আনা হবে কি না সিদ্ধান্ত না হওয়ায় আজ (গতকাল) তাঁকে রিমান্ডে আনা হয়নি। মাসুদ সাতক্ষীরার অস্ত্র আইনের মামলার আসামি নন, তাই তিনি এখন জেলহাজতে আছেন।

সাহেদের বিরুদ্ধে ১৬০টি অভিযোগ এবং ৪৮টি মামলার নথিপত্র পেয়েছে র‌্যাব। এর মধ্যে কয়েকটি অভিযোগ চিকিৎসায় জালিয়াতির। অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে অস্ত্র দিয়ে প্রভাব খাটানোর বিষয়টিও যাচাই করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে সাহেদ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করছেন।

গতকাল আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, সাহেদ সব অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন। যাঁরা তাঁর বিরুদ্ধে মামলা করেছেন, তাঁদের টাকা-পয়সা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন সাহেদ।

গত ১৬ জুলাই ঢাকা মহানগর হাকিম মো. জসিমের আদালত সাহেদ ও মাসুদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored