২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় জড়িত অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মামলার আবেদন জমা দেন জননেত্রী পরিষদ সভাপতি এবি সিদ্দিকী।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানান।
বৃহস্পতিবার সকাল ১১টায় এ বিষয়ে শুনানি হবে বলে জানান তিনি।
২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আর তাঁর পরিকল্পনাকারী ইন্ধনদাতা খালেদা জিয়া।
আসামি মুক্তি হান্নানের জবানবন্দিতে তা প্রকাশ পেয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।