খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় জালিয়াতি করে নেওয়া সাত আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদেশের কপি পাওয়ার দশদিনের মধ্যে তাদের সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আসামিরা হলেন-শেখ সাইফুল ইসলাম, আব্দুর রহমান, খালিদ শেখ, ইস্কান্দার শেখ, জমির শেখ, জিয়ারুল শেখ ও আব্বাস শেখ।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন।
আদালতে রাস্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
জমি সংক্রান্ত বিরোধের জেরে গতবছর ৭ আগস্ট গভীর রাতে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামের নাঈম খুন হন।
এ ঘটনায় পরদিন ৮ আগস্ট নিহতের মা মাফুজা বেগম বাদি হয়ে তেরখাদা থানায় মামলা করেন। ঘটনার দিন আহত নাঈমের পিতা পিরু শেখ আড়াই মাস পর চিকিৎসাধীন অবস্থায় ওইবছরের ২১ অক্টোবর খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই মামলার এজাহার জাল করে হাইকোর্টে দাখিল করে গত ২৪ ফেব্রুয়ারি জামিন নেন সাত আসামি। বিষয়টি রাস্ট্রপক্ষের নজরে আসার পর আসামিদের জামিন বাতিলের আবেদন করা হয়। এ আবেদনের ওপর শুনানি শেষে জামিন বাতিল করা হয়।