সাম্প্রতিক শিরোনাম

সাড়ে ১৪ বছর ধরে কনডেম সেলে থাকা এক আসামিকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ

লাকসাম উপজেলার কনকশ্রী গ্রামের সাকেরা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা মামলায় ফাঁসির দণ্ড মাথায় নিয়ে সাড়ে ১৪ বছর ধরে কনডেম সেলে থাকা হুমায়ুন কবির নামের এক আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ মঙ্গলবার এক রায়ে মামলার একমাত্র আসামিকে খালাস দেন। আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এবিএম বায়েজিদ। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

অ্যাডভোকেট এবিএম বায়েজিদ সাংবাদিকদের জানান, নিহত শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনের সঙ্গে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মিল নেই। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির মাথার খুলি ভাঙা ছিল।

আর আসামির দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে, শিশুটির মুখ চেপে ধরে স্বাশরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া এ মামলায় শিশুটির পিতাসহ ১২ জনের দেওয়া সাক্ষ্যে গরমিল থাকায় আদালত আসামিকে খালাস দিয়েছেন।

কুমিল্লার লাকসাম উপজেলার কনকশ্রী গ্রামের সাকেরা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ২০০৪ সালের ৩০ জুন বিদ্যালয়ে যাবার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির চাচা মো. জসিমউদ্দিন লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর ওই বছরের ২ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। দুইদিন পর ৪ জুলাই ট্রাক চালক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই একই গ্রামের মাস্টার বাড়ির কালবার্ডের পাশে জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

হুমায়ুন কবিরকে একমাত্র আসামি দেখিয়ে পুলিশ ওইবছরের ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে।

চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল হুমায়ুন কবিরকে মৃত্যুদণ্ড দিয়ে ২০০৬ সালের ৫ এপ্রিল রায় দেয়। এ রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। একইসঙ্গে কারাবন্দি হুমায়ুন কবির এ রায়ের বিরুদ্ধে আপিল করেন।

উভয় আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১২ সালের ২২ ফেব্র“য়ারি রায় দেন। এ রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন হুমায়ুন কবির। এ আবেদনের ওপর শুনানি শেষে গতকাল তাকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...