আবারো রো’হিঙ্গা ডাকাতদলের হাতে বাংলাদেশি খুন, ২৬ দিনে ৩ জনকে হত্যা

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এবং উখিয়া উপজেলার পালংখালীর মধ্যবর্তী আঞ্জুমান খালে হাত-পা বাঁধা আবদুর রশিদ প্রকাশ সাদেক (২৮) নামের স্থানীয় একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অপহরণের পর ডাকাতদল নাফ নদের তীরে নিয়ে আবদুর রশিদ সাদেককে নির্মমভাবে নির্যাতনের পর হাত-মুখ বেঁধে পালংখালী খালে নিক্ষেপ করে।

রোহিঙ্গা ডাকাত হাকিম বাহিনীর নেতৃত্বে সশস্ত্র সদস্যরা সবাই বিজিবি’র পোশাক পরে গ্রামে নেমে আসে।

তারা হোয়াইক্যং উলুবনিয়া মৎস্য ঘের এলাকা দিয়ে যাবার সময় ঘের পাহারায় থাকা কাটাখালী পূর্ব পাড়ার মিয়া হোছনের ছেলে আবদুর রশিদ ওরফে সাদেক টর্চ লাইট মেরে কারা জানতে চায়। টর্চ লাইট মারার বিষয়টি নিয়ে ডাকাত আবদুল হাকিম ক্ষীপ্ত হয়ে পড়ে। এ সময় ডাকাত দল ক্ষুদ্ধ হয়ে ঘেরে থাকা লোকজনের উপর চড়াও হয়ে তাদের এলোপাতাড়ি মারতে থাকে ও সেখান থেকে পাহারাদার আবদুর রশিদকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় সুযোগ পেয়ে ইদ্রিস পালিয়ে যায়।

পরে আঞ্জুমান খালে হাত-পা বাঁধা আবদুর রশিদ প্রকাশ সাদেক (২৮) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে গত ২৯ এপ্রিল থেকে মাত্র ২৬ দিনের ব্যবধানে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা ৩ জন বাংলাদেশী গ্রামবাসীকে হত্যা করেছে।