লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১৮ মে মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় জেলার মাদকের আলোচিত স্পট কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের সরকার পাড়ায় অভিযান চালিয়ে আলোচিত দুই মাদক সম্রাটকে দুইশত (২০০) পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক সম্রাট খায়রুজ্জামান ভুট্রু দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন বলে জানা গেছে। মাদক সম্রাট ভুট্রুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে চলমান রয়েছে বলে জানিয়েছেন উক্ত অভিযানে নেতৃত্বদানকারী অফিসার জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আব্দুস সবুর মিয়া।
মাদক সম্রাট ভুট্রুর গ্রেফতার এর বিষয় নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলোচিত দুই মাদক সম্রাট কে গ্রেফতার করা হয়েছে,।