অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২ জন সোনা চোরাকারবারি চক্রের সদস্যকে আটক করেছেন।
আটককৃতরা হলো আবু রাশেদ (৪০), মো.ওবায়দুল আকবর (৩৫), মোহাম্মদ জিয়া উদ্দিন বাবলু (২৬), ইমরানুল হক মো. কপিল চৌধুরী (২৫), এমতিয়াজ হোসেন (৫৪), মোহাম্মদ আলী (৪০), ফরিদুল আলম (৪০), মোহাম্মদ এরশাদল আলম (৩৯), মো. হাসান (৪২), রুবেল চক্রবর্তী (৩২), সাগর মহাজন (২৮) ও টিটু ধর(৩৬)।
আজ ১৯ মার্চ বৃহস্পতিবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি জানান, কুখ্যাত সোনা চোরাকারবারি আবু আহাম্মদ আবুসহ ২০ জন আসামির বিরুদ্ধে মানি লন্ডারিং অপরাধের অভিযোগে বুধবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন সিআইডি।
এরপরই সিআইডির কয়েকটি টিম ঢাকা ও চট্টগ্রামে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযান ১২ সোনা চোরাকারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে।