র্যাব-১২ এর নিকট তথ্য আসে, অস্ত্রের লেনদেন হতে চলেছে পাবনার সদর এলাকায়। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনার সদর এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায় র্যাব-১২ এর একটি অপারেশন টিম।
শনিবার (২৪ এপ্রিল, ২০২১) বিকেল ০৫.২০ ঘটিকার দিকে পরিচালিত এ অভিযানে আটক করা হয় এক অস্ত্র কারবারিকে। এ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় ০১ টি ওয়ান শ্যুটার গান।
অন্যদিকে, শনিবার (২৪ এপ্রিল, ২০২১) দুপুরে একটি গোয়েন্দা তথ্য আসে, মাদকের একটি চালান বহন হচ্ছে বগুড়ার সোনাতলা এলাকা দিয়ে। সে অনুযায়ী দুপুর ১৪.০০ ঘটিকার দিকে বগুড়ার সোনাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব-১২ এর একটি অপারেশন টিম। শুরু হয় একটার পর একটা গাড়ি তল্লাশি। কিন্তু কাঙ্খিত সেই মাদকবাহী মোটরসাইকেলের দেখা মিলছিল না।
এক পর্যায়ে দুপুর ১৪.৪০ ঘটিকার দিকে দুটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে দ্রুত পালানোর চেষ্টা দুই মোটরসাইকেল চালকের। পরে, তাদেরকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সব স্বীকার করে তারা। শেষে দুটি মোটরসাইকেল থেকে উদ্ধার করা হয় ৪০০ পিছ ইয়াবা