উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন দমনে ভ্রাম্যমাণ আদালতের তদারকি অব্যাহত রয়েছে।
চলমান এই সংকটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২২ জুলাই) উপজেলার কাঞ্চন মোড়ে মেসার্স আঃ মান্নান ডিপার্টমেন্টাল ষ্টোরে হ্যান্ড স্যানিটাইজার, ডিটল ও স্যাভলন এর মূল্য ছিড়ে ফেলে অধিক দামে বিক্রি করার দায়ে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একইসাথে সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না পড়ে রাস্তায় বের হয়ে আড্ডারতদের সাথে সাথে আটক করে আরও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশনায় ও বিরল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব স্যার।
এছাড়াও চলমান করোনা যুদ্ধে বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় করার বিষয়টিও পর্যবেক্ষণ করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবের মোঃ শোয়াইব স্যার।
জনসেবায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবের মোঃ সোয়াইব ।