মোঃ আরিফুল ইসলাম-কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলা, মহেশখালী উপজেলায়, শাপলাপুর ইউনিয়ন, ১নং ওয়ার্ডে অবস্থিত ষাইটমারা রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এই স্কুল নিয়ে বিগত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে দুর্নীতি কথা। দুর্নীতির স্বীকার হওয়া এক ছাত্রী, নাম লাকী আক্তার, পিতা নূর মোহাম্মদ মনু। সে অষ্টম শ্রেণিতে পড়ে। বিগত দুই বছর ধরে অষ্টম শ্রেণিতে পড়ছে। লাকী আকতার ২০১৪ সালে ষাইটমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাশ করে ষাইটমারা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি হয়। ভর্তি হওয়া পর থেকে মাসিক ফি সহ সবকিছূ দিয়ে আসছে। ২০১৮ সালে অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষায় এডমিট কর্ডের টাকা নিয়েছিল। কিন্তু এডমিট কার্ড আসে নাই বলে জানায় ওই স্কুলের শিক্ষক কায়সার। গতকাল বুধবার তার কাছ থেকে এডমিট কার্ড এবং গাড়ি ভাড়ার নাম করে ২ হাজার টাকা নেয়া হয়। এর আগে রেজিষ্ট্রেশন এর জন্য ১০০০ টাকা নেয় সেই প্রতিষ্ঠান।
ছাত্রী লাকী আক্তার এর বাবা জনাব, নুর মোহাম্মদ মনু এই তথ্যটি সত্য বলে ক্রাক প্লাটুন নিউজ এবং নিউজ বাংলা ২৪ ডটকম কে জানায়।
সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কায়সার এর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা ছিল বলে জানায় সে। স্কুল কমিটি এই বিষয়ে কোন পদক্ষেপ এখনো গ্রহন করেনি। ছাত্রীর বাবা নুর মোহাম্মদ জানায়, যদি এই কোন পদক্ষেপ না নেয় তাহলে তিনি উপজেলা শিক্ষা অফিসে যাবো।