সাম্প্রতিক শিরোনাম

যাত্রাবাড়ী ও শ্যামবাজারে ৩৯ প্রতিষ্ঠানের প্রায় ৬৯ টাকা জরিমানা ৫ ব্যাবসায়ীর জেল

করোনা আতঙ্কের সুযোগে অতিমুনাফাখোর কিছু ব্যাবসায়ী পণ্যের দাম বাড়িয়ে জনমনে অস্বস্তিকর পরিস্থিতি তৈরী করে চলছে এর মধ্য মাঠে নমেছেন প্রশাসনের বিভিন্ন স্তরের ভ্রামম্যান আদালতসহ বিবিধ অভিযান।
গতকাল সকাল ৬ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যাত্রাবাড়ীর পেঁয়াজের আড়তে এ অভিযান চালানো হয়। সেখানে বেশি দামে পেঁয়াজ, মেয়াদোত্তীর্ণ মাছ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে ৩২টি প্রতিষ্ঠানকে ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫ ব্যবসায়ীকে ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহারিয়ার জিয়াউর রহমান।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাদিয়া বাণিজ্যালয়, ফাতেমা অ্যান্ড সাদিয়া এন্টারপ্রাইজ, বৈশাখী সোনারগাঁও বাণিজ্যালয়, মো. মাসুদ রেণু এন্টারপ্রাইজ, দরদী বাণিজ্যালয়, আল মক্কা ট্রেডার্স, ভিশন বাণিজ্যালয়, ইউরো ওয়াল্ড বাণিজ্যালয়, নীড় এন্টারপ্রাইজ, মদিনা ট্রেডার্স, নওফা এন্টারপ্রাইজ, ভূইঞা বাণিজ্যালয়, সিদ্দিক এন্টারপ্রাইজ, ইউনিভার্সাল ট্রেড ভিশন, ভাই ভাই বাণিজ্যালয়, জয়পুরহাট বাণিজ্যালয়, সাবিনা বাংলাদেশ, আমেনা বাণিজ্যালয় এবং রাজবাড়ী বাণিজ্যালয়কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
মদিনা ট্রেডার্স মাসুদ রানা, আবু বক্কর ট্রেডাস, চিশতীয়া বিক্রমপুর বাণিজ্যালয়, ফয়সাল বাণিজ্যালয়, লোহজং বাণিজ্যালয়, ভাই ভাই বাণিজ্যালয় ও কেয়া মনি এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
কুদ্দুস অ্যান্ড সন্স, মেসার্স তিতাস বাণিজ্যালয় ও আশিক বাণিজ্যালয়কে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। শাপলা ট্রেডার্সকে এক লাখ ৫০ হাজার, মাইজ ভান্ডারী ট্রেডার্সকে ৭৫ হাজার এবং আরশাদ আইস অ্যান্ড ফ্রিজিং লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
সারোয়ার আলম সংবাদ মাধ্যমে বলেন, বর্তমান পেঁয়াজের মৌসুম। দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও ব্যবসায়ী-আড়ৎদার মিলে দাম বাড়িয়ে দিয়েছেন। এসব অভিযোগে ৩১টি প্রতিষ্ঠানকে ৩০ লাখ ৭৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ মাছ সংরক্ষণ এবং বিক্রির করায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৫ জনকে ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পাইকারি খুচরা বাজারে নিয়মিত অভিযান চালানো হবে। যারা করোনা ভাইরাস বা মানুষের অতিরিক্ত কেনাকাটার সুযোগকে কাজে লাগিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। জনগণ ও ক্রেতাদের অনুরোধ করবো আপনারা একসঙ্গে ২-৩ মাসের বাজার করবেন না।
এদিকে আজ রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...