সাম্প্রতিক শিরোনাম

লালমনিরহাটে আলোচিত প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের হোতা গ্রেফতার

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ জেলার কালীগঞ্জের ব্যপক আলোচিত চাঞ্চল্যকর প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার মূল আসামি আঃ রহিম বাদশাকে(৩০)ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩ এর গোয়েন্দা টিম। আজ শুক্রবার ৪ মার্চ র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও গনমাধ্যম) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গোপন সুত্রের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ঢাকার সাভারে হেমায়েতপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গ্রেফতারকৃত আঃ রহিম প্রায়ই সময় ওই প্রতিবন্ধী কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে রাজি না হওয়ায় তার ক্ষতি করার জন্য সুযোগের সন্ধানে থাকে। তার এক পর্যায়ে গত ২১ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় তার বাবা-মা বাড়ির পাশে ফসলের জমিতে কাজ করা অবস্থায় চিৎকার শুনে দৌড়ে বাড়িতে আসে। তাদেরকে দেখে রহিম সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং প্রভাবশালী মহল দিয়ে চাপ দিয়ে ধামাচাপা দিতে চেষ্টা করে। কিন্তু সংবাদ মাধ্যম এবং অত্র এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে কিশোরীর বাবা গত ২৮ ফেব্রুয়ারি বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মূলত এরই প্রেক্ষিতে র‍্যাব তদন্ত শুরু করলে প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ রহিম বাদশা (৩০) কে গ্রেফতার করেন।


গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম ধর্ষণের ঘটনা স্বীকার করেছে বলে জানায়। তাকে ইতিমধ্যে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর এ ঘটনায় র‍্যাবের সহযোগিতায় তথ্য- প্রযুক্তি ব্যবহার করে আঃ রহিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...