সজীব ওয়াজেদ জয় পরিষদ’ নামক একটি অনুমোদনহীন সংগঠন দীর্ঘদিন ধরে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। লায়ন মতিউর রহমান টিপু এবং প্রকৌশলী এম আই তনয় সংগঠনটির সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে নিজেদের পরিচয় দেয়। সংগঠনটি বিভিন্ন সময়ে সরকার বিরোধী গুজব সৃষ্টি করে সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টি অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
বর্তমানে সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেওয়ায় সংগঠনটি জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ডেঙ্গু জ্বরকে ‘মহামারী ও সংকট’ হিসেবে চিহ্নিত করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার লক্ষ্যে ব্যানার, লিফটে ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৭ আগস্ট) র্যাব-১ থেকে জানানো হয়, মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাজধানীর বিমানবন্দর কাওলা ওভার ব্রীজের নিচ থেকে মতিউর রহমান টিপু ও প্রকৌশলী এম আই তনয়কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ওই সংগঠনের নামে ঈদ শুভেচ্ছা লেখা ৫টি টেবিল ক্যালেন্ডার, সংগঠনের কেন্দ্রিয় কমিটির ৪টি প্রেস বিজ্ঞপ্তি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।