গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টায় সিলেট নগরের আখালিয়ায় ৩০ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে ছাত্রদল নেতা মানিকুর রহমান ওরফে কট্টা মানিকের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিলেট মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ। ধর্ষিতা নারীকে শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে পুলিশ।
মানিক সিলেট মহানগরের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। খবর পেয়ে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিটকটিমের স্বামী জানান, গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ধর্ষণ করেন ছাত্রদল নেতা কট্রা মানিক। দুই সন্তানের জননী বাক প্রতিবন্ধী স্ত্রীকে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মানিক জোর করে ঘরে ঢুকে। তখন তিনি বাইরে ছিলেন। রাতে বাসায় ফিরলে তার স্ত্রী তাকে ধর্ষণের বিষয়ে জানান।
আরও পড়ুন…
- পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী
- ২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক
- ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন
পরে তিনি তার স্ত্রীকে কট্টা মানিকের ছবি দেখান। ছবি দেখে তার স্ত্রী ধর্ষক মানিককে শনাক্ত করেন। বিষয়টি জানা জানি হলে কট্রা মানিক বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেন বলেও জানান ভিকটিমের স্বামী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি সাম্প্রতিক’কে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, ‘খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, আইনগত যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা আমরা করব।‘