ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ একটি দল রোববার (০৯ আগস্ট) থেকে মঙ্গলবার (১১ আগস্ট) ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। যাদের উদ্দেশ্য ছিলো সিলেট নগরীতে অবস্থিত হযরত শাহজালাল (র.) মাজারে হামলার।
এ জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। খুব শিগগিরই জঙ্গিরা এ হামলা চালাতে চেয়েছিল। হামলার জন্য জঙ্গিদের অপারেশনাল টিমও নির্ধারণ হয়েছিল।
কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি পুলিশ। পুলিশ জানায়, রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দিপনের ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আটক করা হয়। পরে সোম ও মঙ্গলবার ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে।
দক্ষিণ সুরমা এলাকার নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বারখালা থেকে আটককৃতের নাম মীর্জা সায়েম। তিনি লেখাপড়া করেন মদনমোহন কলেজে।