১০ টাকা কেজি মূল্যের চাল আত্মসাতের অভিযোগে ডিলারের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দিতে ১০টাকা কেজি দরের ২৮৮ বস্তা চাল আত্মসাতের অভিযোগে কুতুবপুর বাজারের ডিলার গাজীউল হক গাজীকে ভ্রমমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া সোমবার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন। এছাড়াও তার ডিলার শিপ বাতিল করা হয়েছে।

গাজীউল হক গাজী কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, ওই ডিলারের কাছে ৪শ’ বস্তা ১০টাকা কেজির চাল থাকার কথা ছিল। তার মধ্যে ২৮৮ বস্তা চালের হিসেব দিতে না পারায় ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড ও ডিলার শিপ বাতিল করা হয়েছে।