সাম্প্রতিক শিরোনাম

চীনের তৈরি এডভান্স থ্রী-ডি জেওয়াই-২৭এ রাডার

সিরাজু রহমানঃ চীনের তৈরি জেওয়াই-২৭এ হচ্ছে একটি উচ্চ প্রযুক্তির ল্যান্ড বেসড থ্রিডী রাডার সিস্টেম। যা কার্যত ৫০০ কিলোমিটার ব্যাসের ভিতর আকাশ পথে আগত যে কোন প্রকার লো অবজার্ভেশন অবজেক্ট এবং স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান, বোম্বার, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সনাক্ত করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

এটি একটি জ্যামিং প্রতিরোধী, সার্ভেলাইন্স এন্ড গাইডেন্স রাডার সিস্টেম। যা দীর্ঘ পাল্লায় আকাশ পথে যে কোন প্রতিকুল আবহাওয়ায় এবং পরিবেশে শত্রু পক্ষের মুভমেন্টের উপর শতভাগ নজরদারী করতে সক্ষম বলে জানিয়েছে এর উতপাদনকারী প্রতিষ্ঠান চাইনিজ সিইটিসি China Electronics Technology Group Corporation (CETC) কর্পোরেশন।

চীনের তৈরি জেওয়াই-২৭এ একটি ভিএইচএফ-রাডার সিস্টেম, যাতে এক্টিভ ফেজ এ্যারি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে এবং এটি ৫০০ কিলোমিটার পর্যন্ত লো আবজার্ভেশন অবজেক্ট এবং স্টিলথ টেকনোলজি বেসড এফ-২২ এবং এফ-৩৫ জেট ফাইটারের মতো এরিয়াল সিস্টেম সনাক্ত করতে সক্ষম বলে জানানো হয়েছে।

তবে এই রাডারের কিছু এক্টিভ রেকর্ড, যুদ্ধের বাস্তবতা এবং নিবিড় পর্যবেক্ষণ কিন্তু চীনের সুপার এডভান্স থ্রিডী জেওয়াই-২৭এ রাডার সিস্টেম নিয়ে ভিন্ন তথ্য উপস্থাপন করেছে। মুলত ২০১৯ সালের ২০শে জানুয়ারি সিরিয়ায় কিছু গোপন ঘাঁটিতে এয়ার কমব্যাট মিশনে ইসরাইলের এফ-১৬ কিংবা এফ-৩৫ জেট ফাইটার সিরিয়ায় সামরিক ঘাঁটিতে এক ব্যাপক মাত্রায় এয়ার স্টাইক চালায়। আবশ্য এই হামলায় ইসরাইলের যুদ্ধবিমানগুলো সিরিয়ার আকাশের বাহিরে অনেকটা দুরুত্ব বজায় রেখেই মিসাইল হীট করে বসে।

তবে এ বিমান হামলায় ঘাঁটিতে পুরো মাত্রায় মোতায়েন এবং সক্রিয় থাকা চীনের জেওয়াই-২৭এ রাডার সিস্টেমটি আক্রমণকারীর মিসাইল কিংবা যুদ্ধবিমান সনাক্তের কোন রকম আগাম বা পূর্ব সতর্কতা প্রদান করা ব্যাতিরকেই নিজেই কিনা মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায়।

এখানে কিন্তু ৫০০ কিমি ব্যাস পর্যন্ত রাডার সিস্টেমটির রেঞ্জ বলা হলেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেওয়াই-২৭এ রাডার সিস্টেমের মাথার উপর এসে সরাসরি মিসাইল হীট শুরু করলেও রাডার সিস্টেমটি কার্যত কোন ধরণের আগাম সতর্কতা বা সনাক্ত করা তো দূরের কথা পুরোপুরি ধ্বংসের আগ পর্যন্ত নুন্যতম কোন রকম আর্লি ওয়ারিনিং প্রদান কিংবা মিসাইল অবজেক্ট সনাক্ত করতে সক্ষম হয় নি বলে জানিয়েছিল ঘাঁটিতে দ্বায়িত্বে থাকা আসাদ সরকারের সামরিক বাহিনী।

তবে উচ্চ প্রযুক্তির জেওয়াই-২৭এ থ্রী-ডি রাডার চীনের পাশাপাশি সিরিয়া, পাকিস্তান এবং ভেনিজুয়েলার সামরিক বাহিনী ব্যবহার করছে।

Image: Radar Tutorial

সর্বশেষ

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন। চীনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ কে বাধাগ্রস্ত করতে আমেরিকার ইতোমধ্যেই বেশকিছু...

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানেকুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবছর কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩...

কুড়িগ্রামে টানা তিন-দিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত দু'দিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনও হালকা আবার কখনও ভারি বৃষ্টি হচ্ছে।ফলে কর্মস্থলে...

বাংলাদেশের ও চাপ আছে পশিচমাদের উপর: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ মশিউর রহমান বিপুল: শুধু বাংলাদেশের উপর পশিচমাদের চাপ নয়,বাংলাদেশের ওচাপ আছে পশিচামাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি,আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি।...
bn_BDবাংলা