সাম্প্রতিক শিরোনাম

চীনের ভিটি-৪ (এমবিটি-৩০০০) মেইন ব্যাটল ট্যাংকের প্রযুক্তিসহ পেতে যাচ্ছে পাকিস্তান!

সিরাজুর রহমান: পাকিস্তানের সেনাবাহিনী খুব সম্ভবত প্রযুক্তিসহ চীনের তৈরি ৩০০টি অত্যাধুনিক মেইন ব্যাটল ট্যাংক ভিটি-৪ (এমবিটি-৩০০০) পেতে যাচ্ছে। চীনের এই ভিটি-৪ মেইন ব্যাটল ট্যাংক পাকিস্তনের মাটিতে তৈরি করা হবে কিংবা চীন থেকে যাবতীয় যন্ত্রাংশ, ইঞ্জিন এবং প্রয়োজনীয় উপাদান পাকিস্তানের কোন হেভী মেলিটারি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং প্লান্টে এসেম্বল করা হতে পারে।

চীনের তৈরি ভিটি-৪ মেইন ব্যাটল ট্যাংক ২০১৬ সালে প্রথম সার্ভিসে আসে। তুলনামুলক হালকা ৫২ টন ওজনের ভিটি-৪ ট্যাংক অপারেট করতে তিন জন ক্রু লাগে। ভিটি-৪ ট্যাংকের দৈর্ঘ্য ১০.১০ মিটার, প্রস্থ ৩.৪০ মিটার এবং উচ্চতা ২.৩০ মিটার। ভিটি-৪ ট্যাংকে প্রধান অস্ত্র হিসেবে একটি ১২৫ এমএম স্মুথবোর গান সংযোজন করা হয়েছে।

যা দিয়ে এপিএফএসডিএস, এইচইএসএইচ, হিট এবং এইচই রাউন্ড এবং গাইডেড মিসাইল ফায়ার করতে সক্ষম। তাছাড়া সেকেণ্ডারী হেভী আরমামেন্ট হিসেবে একটি ১২.৭ এমএম হেভী মেশিনগান এবং আপদকালীন প্রয়োজনে একটি ৭.৬২ এমএম লাইট মেশিনগান ইন্সটল করা হয়েছে। তাছাড়া এর ফায়ার কন্ট্রোল সিস্টেমে হান্টার-কিলার ক্যাপাবিলিটি, লেজার রেঞ্জফাইন্ডার, প্যানোরামিক সাইট এবং থার্ড জেনারেশনের থার্মাল ইমেজিং সিস্টেম সংযোজন করা হয়েছে।

তাছাড়া এটি এন্টি ট্যাংক মিসাইল হিসেবে ৯কে১১৯এম এটিজিএম মিসাইল বহন করে। এর মেইন গানের জন্য ৩৮ রাউণ্ড সেল, সেকেণ্ডারী হেভী মেশিনগানের জন্য ৫০০ রাউণ্ড গুলি এবং প্রাইমারি লাইট মেশিন গানের জন্য ৩,০০০ রাউণ্ড গুলি সংরক্ষণ করে। এটিতে ১,২০০ হর্স পাওয়ার ক্ষমতার ইউক্রনের তৈরি একটি কেএমডিবি ৬টিডি-২ ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এই ট্যাংকের রেঞ্জ ৫০০ কিলোমিটার এবং এটি সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিতে সমতল ভূমিতে ছুঁটে যেতে সক্ষম।

তাছাড়া ভিটি-৪ মেইন ব্যাটল ট্যাংকের প্রতিটি ইউনিটের মূল্য তিন মিলিয়ন ডলার এবং চীন ছাড়াও থাইল্যাণ্ডের সেনাবাহিনী ভিটি-৪ (এমবিটি-৩০০০) মেইন ব্যাটল ট্যাংক ব্যবহার করে। তবে আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকেই চীনের তৈরি ৪৪টি অত্যাধুনিক এমবিটি-২০০০ মেইন ব্যাটল ট্যাংক ব্যবহার করে আসছে। আর আমাদের বুঝতে হবে এমবিটি-২০০০ মেইন ব্যাটল ট্যাংকও কিন্তু খুব ভালো মানের একটি ট্যাংক এবং আমাদের সম্মানিত সরকার এবং সেনাবাহিনী এটি কিনে ভালোই করেছেন।

কারণ এ সমস্ত ডিফেন্স সিস্টেম ডেভলপমেন্ট এবং আপগ্রেডেড করার জন্য যে বিপুল পরিমাণ অর্থ, গবেষণাগার এবং প্রযুক্তিগত সক্ষমতা থাকা দরকার তার সবই কিন্তু চীনের কাছে আছে। তাদেরকে উপহাস করার আদৌ কোন সুযোগ আছে বলে মনে হয় না।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...