সাম্প্রতিক শিরোনাম

নিরাপত্তা পরিষদে মায়ানমার ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেবে যুক্তরাজ্য

রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াইয়ের জেরে দুই দেশের সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বলেছে, বাংলাদেশ বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে চাইলে দেশটি সহযোগিতা দিতে আগ্রহী।

গত মঙ্গলবার সীমান্ত পরিস্থিতি অবহিত করার জন্য বাংলাদেশে কর্মরত প্রায় ৩০টি দেশের কূটনীতিকদের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডাকা হয়েছিল। সেখানে যুক্তরাজ্য ওই প্রস্তাব দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে সে বৈঠকে প্রায় সব দেশ উপস্থিত থাকলেও, ছিলোনা চীনের কোন প্রতিনিধি।

যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশ বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে চাইলে স্থায়ী সদস্য হিসেবে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাজ্য। প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে তখন বলা হয়, নিরাপত্তা পরিষদে বাংলাদেশ যাবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সাধারণ পরিষদের বিতর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি গুরুত্ব পাবে।

নিরাপত্তা পরিষদে যেকোনো বিষয় দুভাবে উত্থাপন করা যেতে পারে। একটি হলো নিরাপত্তা পরিষদে প্রস্তাব আকারে সেটি তুলে ধরা। আবার যেকোনো বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদে সাধারণ আলোচনারও সুযোগ রয়েছে। তবে দুটি ক্ষেত্রেই পরিষদের স্থায়ী পাঁচ সদস্যদেশের যে কেউ ভেটো দিলে তা নিয়ে এগোনোর কোনো সুযোগ থাকে না।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...