সাম্প্রতিক শিরোনাম

রামগড় সিমান্তে পাগল নিয়ে উত্তেজনা সেক্টর কমাণ্ডার পর্যায়ে বৈঠক

এমদাদ খান, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ভারতের সাব্রুম সীমান্ত দিয়ে ফেনি নদীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক ভারতীয় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ।


শুক্রবার( ১ লা মে) বিকাল ৪ টায় মানসিক ভারসাম্যহীন (পাগল) এক ব্যাক্তিকে খাগড়াছড়ি জেলার রামগড় থানার যাট দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত ফেনি নদী দিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করলে প্রথমে স্থানীয়জনগণ তা প্রতিরোধ করে পরবর্তিতে ৪৩ বিজির সদস্যরা ঘটনাস্থলে এসে ফেনী নদীর মাঝখানে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফএর সাথে পতাকা বৈঠক করেন। বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় তাৎক্ষণিক ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-বিজিবি মধ্যে উত্তেজনা দেখা দেয়।


প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায়,আজ শুক্রবার (১মে) আনুমানিক ৪ টার দিকে কয়েকজন বিএসএফ সদস্য ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে (৩৫) ফেনী নদীতে নামিয়ে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা চালায়। অজ্ঞাত ব্যক্তি টি বার বার ভারতের দিকে যাওয়ারে চেষ্টা করলে ভারতের বিএসএফ সদস্যরা তাকে বেদরক পিটিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পু্শইনের চেষ্টা করে।

এদিকে দু দেশের সীমান্তে উত্তেজনা এড়াতে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে রাত সাড়ে আটটায় মহামুনি বিওপি আওতাধীন ভারত ও বাংলাদেশের মৈত্রী সেতুর নিচে শূন্য লাইন সীমান্ত পিলার ২২১৫/৯ এস এর নিকট বৈঠক শুরু হয়ে রাত নয়টা তের মিনিটে শেষ হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের দলের নেতৃত্ব দেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান পিএসসিজি এবং ভারতের পক্ষে১০ সদস্যের দলের নেতৃত্ব দেন বিএসএফ উদয়পুর সেক্টরের ডিআইজি জামিল আহমেদ। বৈঠকশেষে বিজিবি প্রতিনিধিদল সাংবাদিকদের জানান,বৈঠকে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ গ্রহণ করে নেয় পরবর্তীতে ভারত ঐ ব্যাক্তিটিকে বাংলাদেশী প্রমাণ করতে পারলে বিজিবি তাকে গ্রহণ করে নিবে এবং উভয় দেশের সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ -বিজিবি সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...