সাম্প্রতিক শিরোনাম

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ফাঁকা গুলিবর্ষণ চালায় বিজিবি

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ফাঁকা গুলিবর্ষণ করেছে বিজিবি ।

গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘুমঘুমের তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকার ৩২ ও ৩৩ নম্বর পিলারের কাছে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের একটি দল সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির ৩৪ ব্যাটেলিয়ন এর অধীনে থাকা একটি টহল দল ফাঁকা গুলিবর্ষণ করে । গুলিবর্ষনের পর দলটি ছত্রভঙ্গ হয়ে পিছু হটে সীমান্ত পার্শবর্তী এলাকায় অবস্থান নেয় । এই ঘটনার পূর্বে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিজিবি নিশ্চিত হয় রোহিংগাদের একটি ৫০-১০০ জনের দল রোহিংগা এক শীর্ষ সন্ত্রাসীর মদদে সীমান্ত পার হবার জন্য অপেক্ষা করছে । এর পরপরই বিজিবি পুরো সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে ।

কক্সবাজারস্থ বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ খান জানান, গত কয়েকদিন ধরে বেশকিছু রোহিঙ্গা বান্দরবান ও কক্সবাজার জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে । আজ ভোরে এমন একটি রোহিঙ্গা দলকে ছত্রভঙ্গ করতে বিজিবি ফাঁকা গুলি বর্ষণ করে ।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, ‘সম্প্রতি মিয়ানমার সরকার বিভিন্ন সময়ে আটক দেড় শতাধিক রোহিঙ্গাকে কারাগার থেকে মুক্তি দিয়েছে । মুক্তি পাওয়া এসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে । তাই কোনোভাবে অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

এদিকে প্রশাসন থেকে কক্সবাজার এবং এর সংলগ্ন এলাকা গুলোতে মাইকিং করে মানুষ কে সচেওতন থাকতে বলা হয়েছে যেন কোন ভাবেই রোহিংগা দের আশ্রয় দেয়া না হয় ৷ বিশেষত রোহিংগাদের মাঝে অনেকেই করোনা আক্রান্ত থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে ।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...