সাম্প্রতিক শিরোনাম

সবচেয়ে বেশি সংখ্যক উৎপাদিত একক কোন যুদ্ধবিমান মিগ-২১ জেট ফাইটার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ যাবত বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক উৎপাদিত একক কোন যুদ্ধবিমান হচ্ছে সাবেক সভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-২১ জেট ফাইটার (ন্যাটো রির্পোটেড কোড নেমঃ ফিসব্যাট)।

মুলত সোভিয়েত ইউনিয়ন ১৯৫৯ সাল থেকে ৮০ দশকের শেষ পর্যন্ত মোট ১১ হাজার ৫০০টি মিগ-২১ জেট ফাইটার তৈরি করে এবং এটি হচ্ছে তাদের এভিয়েশন ইতিহাসের সবচেয়ে সফল এবং বহুল ব্যহহৃত একটি জেট ফাইটার। ১৯৬৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত মিগ-২১ এর কনফার্ম এয়ার টু এয়ার কিলিং রেকর্ড প্রায় ১৫০ থেকে ২০০টি। সোভিয়েত নির্মিত মিগ-২১ জেট ফাইটারের সবচেয়ে সফল ব্যবহার লক্ষ্য করা যায় দীর্ঘ মেয়াদী ভিয়েতনাম যুদ্ধে।

ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর মোট প্রায় ১০০টি জেট ফাইটার, হেলিকপ্টার ও বোম্বার ধ্বংস করে মিগ-২১ জেট ফাইটার। তাছাড়া আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের বিমান বাহিনীর মিগ-২১ প্রায় ডজন খানেক পাকিস্তানী হানাদার বিমান বাহিনীর যুদ্ধবিমান ধ্বংস করে বিরল রেকর্ডের সৃষ্টি করে। এদিকে আরব-ইসরায়েল যুদ্ধেও ইসরায়েলী বিমানবাহিনীর ফরাসি মিরেজ ও মার্কিন যুদ্ধবিমানের বিরুদ্ধে মিশরীয় আর সিরীয় বিমান বাহিনী ব্যাপকভাবে সভিয়েত নির্মিত মিগ-২১ ব্যবহার করেছিল। আরব পাইলটরা মিগ-২১ দিয়ে বেশ কিছু সফলতা অর্জন করলেও শেষ পর্যন্ত আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বিমান বাহিনীর যুদ্ধবিমাঙ্গুলো ব্যাপক আধিপত্য বিস্তার করে। আবার ১৯৮০-৮৮ সালে চলা ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানি এফ-১৪ টমক্যাটের বিরুদ্ধেও মিগ-২১ ব্যবহার করেছিল ইরাকের সাদ্দাম বিমান বাহিনী।

তবে বড় ধরনের এই তিনটি যুদ্ধ ছাড়াও ইথিওপিয়া-সোমালিয়া যুদ্ধ, যুগোস্লাভিয়া এবং অ্যাঙ্গোলার গৃহযুদ্ধসহ অনেকগুলো লড়াইয়ে মিগ-২১ তার চূড়ান্ত সফলতা প্রদর্শন করে। বর্তমানে চলমান সিরিয়া এবং লিবিয়ার গৃহযুদ্ধেও মিগ-২১ জেট ফাইটার ব্যবহার করে যাচ্ছে, যদিও বিমানগুলো মূলত ভূমিতে হামলার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। সভিয়েত ইউনিয়ন ১১ হাজারের অধিক মিগ-২১ জেট ফাইটার তৈরি করলেও আকাশ যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১ হাজারের কাছাকাছি মিগ-২১ আকাশ যুদ্ধে বা ম্যানপ্যাড মিসাইল কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ভূপাতিত হয়েছে। তাছাড়া কারিগরি ত্রুটি এবং সমস্যার কারণে আরো হাজারের কাছাকাছি মিগ-২১ আকাশে উড্ডয়নরত অবস্থায় ধ্বংস হয় কিংবা ক্রাস ল্যাণ্ডিং করে।


সিরাজুর রহমান

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...