আকাশ যুদ্ধের নতুন ট্রেণ্ড বিয়োণ্ড ভিজুয়্যাল রেঞ্জ

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

বর্তমান সময়ে আকাশ যুদ্ধের (এয়ার টু এয়ার) একটি জটিল অস্ত্র বা নতুন ট্রেণ্ড হলো বিয়োণ্ড ভিজুয়্যাল রেঞ্জ (বিভিআর) মিসাইল সিস্টেম। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০০ কিলোমিটার (৬২ মাইল) রেঞ্জের এআইএম-১২০সি-৫ এবং ১০০ মাইল (১৬২ কিলোমিটার) রেঞ্জের এআইএম-১২০ডি একটি মান সম্পন্ন এয়ার টু এয়ার বিভিআর মিসাইল। অন্যদিকে, ফ্রান্সের ১০০ কিলোমিটার (৬২মাইল) এর অধিক রেঞ্জের মেটওর বিভিআর মিসাইল, রাশিয়ার ১৯৩ কিলোমিটার (১২০ মাইল) রেঞ্জের আর-৭৭এম এবং চীনের ৩০০+ কিলোমিটার রেঞ্জের পিএল-১৫ এবং ৮০ কিলোমিটার রেঞ্জের পিএল-১২ এডভান্স এয়ার টু এয়ার মিসাইলকে বর্তমান সময়ে সবচেয়ে এডভান্স বিভিআর বা বিয়োণ্ড ভিজুয়্যাল রেঞ্জের মিসাইল হিসেবে বিবেচনা করা হয়।

তবে প্রকাশ থাকে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এআইএম-১২০ বিভিআর মিসাইল ব্যাতিত আর কোন দেশের বিভিআর মিসাইলের কমব্যাট মিশনে যুদ্ধবিমান বা এরিয়াল সিস্টেম শুট ডাউনের কোন রেকর্ড খুঁজে পাওয়া দুষ্কর। এদিকে চীনের চীনের ভাষ্যমতে, তাদের পিএল-১৫ এর রেঞ্জ ৩০০ কিলোমিটারের উপরে বলা হলেও কিন্তু চীনের কোন বোম্বার, যুদ্ধবিমান বা জেট ফাইটারে ৩০০++ রেঞ্জের (এইএসএ) রাডার ইনস্টল করা আছে কিনা সন্দেহ। তাহলে বিমানের রাডারে কি দেখে চীনের পাইলট এত দূর থেকেই পিএল-১৫ বিভিআর মিসাইল ফায়ার করবে তা কিন্তু প্রশ্নবিদ্ধ একটি বিষয় হয়ে থেকেই যাচ্ছে। যা হোক ২০১৯ সাল পর্যন্ত করা এক পরিসংখ্যান অনুযায়ী মার্কিন এআইএম-১২০সি/ডি মিসাইল ব্যাবহার করে ৬টি মিগ-২৯, ১টি মিগ-২৫, ১টি মিগ-২৩, ১টি এসইউ-২২ এবং ভুলবশত একটি মার্কিন ব্লাক হক হেলিকপ্টারসহ মোট ১৪টি জেট ফাইটার, বোম্বার, হেলিকপ্টার শুট ডাউন বা সরাসরি মিসাইল ফায়ার করে ধ্বংসের রেকর্ড রয়েছে। আবার ২০১৯ সালের ২৬-২৭শে ফেব্রুয়ারি পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ ফাইটার জেট আকাশ যুদ্ধে এআইএম-১২০সি মিসাইল ফায়ার করে ভারতের একটি মিগ-২১ সরাসরি শুট ডাউন করে নতুন রেকর্ড সৃষ্টি করে।

তাছাড়া ২০১৬ সাল থেকে সিরিয়ার আকাশে রাশিয়ার এসইউ-৩৫ জেট ফাইটার একাধিক বার তাদের বিভিআর আর-৭৭ নিয়ে মহড়া বা উড়ে বেড়ালেও আজ আব্ধি যে কোন কারণেই হোক ইসরাইল বা মার্কিনীদের কোন যুদ্ধিমান প্রতিহত করতে কিংবা অন্য কোন এক্টিভ কমব্যাট মিশনে একটি মিসাইলও ফায়ার করে অন্য কোন যুদ্ধবিমান শুট ডাউন দেখাতে পারেনি। তাই পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের জন্য প্রয়োজন সংখ্যক এআইএম-১২০সি-৫ বা ডি ভেরিয়েন্টের বিভিআর মিসাইলসহ পর্যায়ক্রমে ৩৬টি এফ-১৬ ভাইপার ব্লক-৭০/৭২ এডভান্স জেট ফাইটার কিংবা কমপক্ষে কিছুটা পুরনো হলেও হাইলী আপগ্রেডেড অবস্থায় ব্লক-৫২/৬০ হলেও ক্রয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের প্রাণপ্রিয় বিমান বাহিনী এবং আমাদের সম্মানিত সরকার বিবেচনা করবেন বলে আশা করি।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার…

January 6, 2024

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের…

November 12, 2023

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।…

September 25, 2023
Sponsored