ইউরোপীয় চতুর্থ প্রজন্মের যু’দ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ও ড্যাজল্ট রাফাল

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

ইউরোপীয় দুই চতুর্থ প্রজন্মের যু’দ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ও ড্যাজল্ট রাফাল।

গতিঃ

ইএফটি = ২.২ ম্যাক।
রাফাল= ১.৮ ম্যাক।

উভয়েরই সুপারক্রুজ গতি ১.৫ ম্যাক।

ইঞ্জিনঃ

ইএফটি = রোলস রয়েস ইউরোজেট ইজে-২০০ যা ৬০ কিলো নিউটন শক্তি স্বাভাবিক অবস্থায় এবং আফটার বার্ণারে ৯০ কিলো নিউটন শক্তি উৎপন্ন করতে পারে । এর থ্রাস্ট টু ওয়েট রেশিও স্বাভাবিক অবস্থায় ৬.১১ঃ১ এবং আফটার বার্ণারে ৯.১৭ঃ১ ।

রাফাল = সাফরান স্নেকমা এম-৮৮ যা স্বাভাবিক অবস্থায় ৫০ কিলো নিউটন এবং আফটার বার্ণারে ৭৫ কিলো নিউটন শক্তি উৎপন্ন করতে পারে । এর থ্রাস্ট টু ওয়েট রেশিও স্বাভাবিক অবস্থায় ৫.৬৮ঃ১ এবং আফটার বার্ণারে ৮.৫২ঃ১ ।

বিশেষভাবে লক্ষনীয়ঃ– ইউরোফাইটারের ইউরোজেট ইজে-২০০ ইঞ্জিন শক্তিশালী জেট ইঞ্জিনগুলোর মধ্যে অন্যতম । এর উচ্চ থ্রাস্ট এবং শক্তিউৎপাদন ক্ষমতা বিমানের ম্যানুয়েভার করার ক্ষমতা এবং অস্ত্রবহন ক্ষমতার উপর প্রভাব ফেলে। কিন্তু রাফাল তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন নিয়েও কমগতিতে ম্যানুয়েভার করতে পারে এবং এর সুপারক্রুজ ক্ষমতা উচ্চক্ষমতাসম্পন্ন ইউরোফাইটারের সুপারক্রুজ গতির সমান । তবে রাফাল যেখানে ৪টি এয়ার টু এয়ার মিসাইল এবং একটি ড্রপট্যাংক নিয়ে ৩০% জ্বালানী খরচ করে ১১ মিনিট সুপারক্রুজ গতি ধরে রাখতে পারে সেখানে ইউরোফাইটার অধিকতর পেলোডে ১১ টি এয়ার টু এয়ার মিসাইল নিয়ে ৩০% জ্বালানী খরচ করে ৮ মিনিট সুপারক্রুজ গতি ধরে রাখতে পারে ৷

এভিউনিক্সঃ

ইএফটিঃ

রাডার= Euro-Radar Captor-E যার রেঞ্জ ২২০ কিঃমি।

ইনফ্রারেড রেঞ্জ সার্চ অ্যান্ড ট্রাক= লিওনার্ডো সেলেক্স Pirate যার রেঞ্জ ১৪৫ কিঃমি ।

ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার= লিওনার্ডো সেলেক্স ডিফেন্সিভ এইড সাব সিস্টেম বা DASS ।

রাফালঃ

রাডার= থেলস RBE2-AA যার রেঞ্জ ২০০ কিঃমি ।

ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্রাক= OSF যার রেঞ্জ ১৩০ কিঃমি ।

ইলেকট্রনিক ওয়ারফেয়ার= সাফরান Spectra ।

বিশেষভাবে লক্ষনীয়ঃ- কাগজে কলমে ইউরোফাইটারের রাডার রেঞ্জ রাফাল থেকে বেশি হলেও রাফালের অন্যন্য ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা স্পেক্ট্রা রাফালের রাডার রেঞ্জ কৃত্রিমভাবে বর্ধিত করে এবং শত্রুপক্ষের রাডার ব্যবস্থায় ভূল সিগনাল প্রেরনে সাহায্য করে । তবে ইউরোফাইটারের রাডার , ড্যাস ব্যবস্থাকে আরো উন্নীত করা এবং ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থাকে উন্নীত করার লক্ষ্যে অংশীদার দেশগুলো কাজ করছে এবং এজন্য LTE বা লংটার্ম এভ্যুলেশন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে ।

বিশেষ বৈশিষ্ট্যসমূহঃ

১) ৬টি মিসাইল নিয়ে রাফালের রাডার ক্রস সেকশন যেখানে ১.১৫ সেখানে একই সংখ্যক মিসাইল নিয়ে ইউরোফাইটের রাডার ক্রস সেকশন ১.২০ । তবে ইউরোফাইটারে অধিকতর কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহারের ফলে এর ফ্রন্টাল রাডার ক্রস সেকশন ০.০৫ যা রাফালের ০.০৯ থেকে কম ।

২) রাফালের জন্য DEDIRA প্রোগ্রাম এখনো চলমান যার উদ্দেশ্য স্পেক্ট্রা ব্যবহার করে রাফালের সামগ্রিক রাডার ক্রস সেকশন কৃত্রিমভাবে কমানো ।

৩) রাফালের ইঞ্জিন তুলনামূলক কম ইনফ্রারেড নিঃসরন করে ইউরোফাইটারের ইঞ্জিনের তুলনায় তবে এটা তেমন গুরুত্বপূর্ণ নয় বাস্তবিকক্ষেত্রে ।

৪) ইউরোফাইটারের অস্ত্র নিক্ষেপন ব্যবস্থা ডুয়াল চ্যানেল যার মাধ্যমে পাইলট লক-ফায়ার অ্যান্ড ফরগট পদ্ধতিতে এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপ করার পরও মিসাইল হিট হবার ব্যাপারে কনফার্মেশন পায় কিন্তু রাফালের ব্যবস্থা সিংগেল চ্যানেল হওয়ায় পাইলটকে শুধু লক,ফায়ার অ্যান্ড ফরগট পদ্ধতির উপর নির্ভর করতে হয় ।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…

March 3, 2024

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024
Sponsored