বাংলাদেশ সেনাবাহিনী আর্মি এভিয়েশন গ্রুপের জন্য সরকারের নিকট অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের আবেদন করেছে। ইতিমধ্যে সরকার ০৬টি Mi-171SH ট্রান্সপোর্ট হেলিকপ্টার কেনার অনুমোদন দিয়েছে।
লালমনিরহাট আর্মি এভিয়েশন স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করবে। বিষয়টি পরিকল্পনা পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পিএসসি। সোমবার দুপুরে (২ মার্চ) লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল, অফিসার্স মেস, এসএম ব্যারাক ও মিলিটারি ফার্মের মিল্কিং পার্লার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন বাস্তবায়ন করছেন। আমাদেরও তিনি স্বপ্ন দেখিয়েছেন, তারই আলোকে লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল যাত্রা শুরু করলো। যেখান থেকে কারিগরি শিক্ষা নিয়ে আর্মি এভিয়েশনের কর্মকর্তারা দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে।