কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে পাশে দাঁড়িয়েছে ৫৫ পদাতিক ডিভিশন

সাতক্ষীরায় এবার কৃষকের সবজির ফলন ভাল হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিলো। যশোর ক্যান্টনমেন্টের সোলজার দের জন্য প্রয়োজনীয় সবজির যোগান সরাসরি ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকেই নিচ্ছে এখন তারা।

কৃষক বাঁচলে বাঁচবে দেশ। বর্তমান অবস্থায় দেশের কৃষকরা যখন নিজের মাঠের সবজি বিক্রি করতে হিমশিম খাচ্ছে। সেখানে সেনাবাহিনী সরাসরি ন্যায্য দামে কিনে নিচ্ছে। এ নিয়ে সচেতন মহল সেনাবাহিনীকে প্রশংসায় ভাসিয়েছে।