খুলনা শিপইয়ার্ড বাংলাদেশ নৌবাহিনীর জন্য আরো ৫টি পদ্মা ক্লাস পেট্রোল ভেসেল তৈরীর কাজ শুরু করেছে। নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এই ৫টি যুদ্ধজাহাজ তৈরীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
খুলনা শিপইয়ার্ডের তৈরী ৮টি পদ্মা ক্লাস পেট্রোল ভেসেল ইতোমধ্যেই সার্ভিসে রয়েছে। জাহাজগুলো তৈরিতে চীনের China Shipbuilding & Offshore International Corporation (CSOC) কারিগরি সহায়তায় ওই ৮টি যুদ্ধজাহাজ তৈরী হয়েছিল।এর মধ্যে ৫টি নৌবাহিনীর জন্য এবং ৩টি কোস্টগার্ডের জন্য। তবে দ্বিতীয় ব্যাচের এই ৫টি জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ডিজাইনে তৈরি করা হবে।
এই যুদ্ধজাহাজ গুলোর প্রাইমারি মিশন হল দেশের সমুদ্র সীমানার সামুদ্রিক সম্পদ,EEZ এবং গ্যাস ফিল্ডের নিরাপত্তা প্রদান। নৌবাহিনীর জন্য তৈরী ৫টি পদ্মা ক্লাসে দুটি করে ২০মিঃমি এন্টি এয়ারক্রাফট গান এবং ৩৭ মিঃমি মেইন গান রয়েছে। পাশাপাশি জাহাজগুলো নেভাল মাইনও ক্যারী করতে সক্ষম।