জাতির ক্রান্তিকাল মোকাবেলায় আবারও ডাক পরেছে সেনাবাহিনীর দ্বারা মুনতাহা মিহীর - March 19, 2020 শেয়ার FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintLINEViber জাতির ক্রান্তিকাল মোকাবেলায় আবারও ডাক পরেছে সেনাবাহিনীর। COVID-19 এর চিকিৎসা ও কোয়ারেন্টাইনের জন্য বিশ্ব ইজতেমার ময়দান বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনী সেখানে বিভিন্ন অস্হায়ী অবকাঠামো তৈরীতে কাজ করছে।