বাংলাদেশ নৌবাহিনীর নেভাল এভিয়েশন উইং জার্মানি হতে Dornier DO-228NG মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হাতে পেতে যাচ্ছে। একই সাথে AW-159 Wildcat হেলি ও ২০২১ সাল নাগাদ নৌবাহিনীতে সার্ভিসে থাকবে। আপাতত দুটি এন্টি সাব হেলি ২০২১ সাল নাগাদ সার্ভিসে থাকলেও ভবিষ্যতে আরো ২ টি সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হিসেবে ATR72-600 কে অপশন হিসেবে হাতে রাখা হয়েছে।নৌবাহিনী সার্ফেস,আন্ডার ওয়াটার এবং এভিয়েশন তিনটি ক্ষেত্রেই আধুনিকায়ন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের নৌসীমার আয়তন ১,১৮,০০০+ বর্গকিলোমিটার।