নেপালে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী এবং প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাদের দফতরে পৃথক সাক্ষাতে মিলিত হন সেনাপ্রধান।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন আলাপ-আলোচনা করেন। আলোচনাকালে তাদের সঙ্গে দুই দেশের (নেপাল ও বাংলাদেশ) সেনাবা’হিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে কথা বলেন। নেপালের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবা’হিনীর অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আন্তঃবা’হিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বাংলাদেশ সেনাবা’হিনী প্রধান জে’নারেল আজিজ আহমেদ নিজ দেশের সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিসহ পারস্পরিক সম্পর্কের উন্নয়নে নেপালের সেনাবা’হিনীর বীরেন্দ্র পিস অ’পারেশন ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। তিনি মঙ্গলবার নেপাল সেনাবা’হিনীর একটি ইউনিটও পরিদর্শন করেন। উল্লেখ্য, সফর শেষে সেনাবা’হিনী প্রধান মঙ্গলবার দেশে ফিরেছেন।
উল্লেখ গত ৭ ফেব্রুয়ারি নেপালে সফররত বাংলাদেশ সেনাবা’হিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির সহকারী প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখারেল এবং সেনাপ্রধান জেনা&রেল পুর্না চন্দ্র থাপার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে সেনাপ্রধান জেনালের আজিজ আহমেদ নেপালের সেনাবা’হিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবা’হিনীর সম্পর্ক নিয়ে কথা বলেন। সাক্ষাৎকালে সেনাবা’হিনী প্রধান তাদের সঙ্গে দুই দেশের সেনাবা’হিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করেন।
সরকারি সফরে ৪ দিনের জন্য সেনাবা’হিনী প্রধান গত ৭ ফেব্রুয়ারি নেপালে পৌঁছালে নেপাল সেনাবা’হিনী সদর দফতরে নেপালের একটি চৌকস সেনাদল বাংলাদেশ সেনাবা’হিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। সেনাপ্রধান নেপালের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নেপালের ‘বীর সম্রার্ট’ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গত ৮ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান নেপাল সেনাবা’হিনীর ওয়েস্টার্ন ডিভিশন সদর দফতর পরিদর্শন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment