প্রশংসায় ভাসছে চট্টগ্রামে সেনাবাহিনীর ‘এক মিনিটের ফ্রি বাজার’

টেবিলে টেবিলে সাজানো তাজা শাক-সবজির প্যাকেট। সামাজিক দূরত্ব বজায় রেখে একজন করে আসছেন। পছন্দের প্যাকেটটি নিয়ে যাচ্ছেন মাত্র এক মিনিটে, তাও ফ্রিতে।

করোনাকালে অসহায় মানুষের জন্য ব্যতিক্রমী এই ‘এক মিনিটের বাজার’ চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসে প্রথম দিনের বাজার। প্রথম দিনে এক হাজার মানুষ সেখান থেকে পণ্য নিয়েছে।

দেশপ্রেমিক সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে খুশি হতদরিদ্র মানুষ। আগেই ওই এলাকার আশপাশের অসহায় এক হাজার পরিবারের তালিকা করা হয়।

তাদের দেওয়া হয় টোকেন। এই টোকেন দেখিয়ে তারা বিনামূল্যে তাদের পছন্দের সবজি বাসায় নিয়ে যান। সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন ব্রিগেডের উদ্যোগে পরিচালিত এ বাজারের জন্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্য সবজি কেনা হচ্ছে।

সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী সাংবাদিকদের বলেন, এ ফ্রি সবজি বাজার চট্টগ্রামের প্রতিটি এলাকায় যাবে। আগামী একমাস এলাকাভিত্তিক
প্রতিদিন এক হাজার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি সবজি দেওয়া হবে।