মূলত ০২ বছর অাগে পুলিশ হেডকোয়াটার্স তাদের নিজস্ব পাইলট তৈরি ও অারো হেলিকপ্টার ক্রয়ের উপরে বিশেষ নজর দেয়। পুলিশের ক্যাডার অফিসারদের ভিতরে পাইলট কোর্সে অাগ্রহীদের নাম জমা দিতে বলা হয়েছিল। সম্ভাব্য এই সিমুলেটরের মাধ্যমে তাদের প্রশিক্ষন প্রদান করা হবে। উল্লেখ্যঃ পুলিশের ০২ টি বেল সিরিজের হেলিকপ্টার রয়েছে যা তাদের এলিট ইউনিট Rab ব্যবহার করে এবং অন্য ইউনিটগুলোর কাজে ব্যবহার করা হয়। এই হেলিকপ্টার ২ টিতে নাইট ভিশন ডিভাইস সংযোজ প্রক্রিয়াধীন রয়েছে যারর ফলে রাত্রিকালীন ল্যান্ডিং এবং লক্ষ্যবস্তু চিন্হিতকরন সহজ হবে।
অাগামী ৫-১০ বছরে পুলিশের বহরে প্রায় ১০ টি হেলিকপ্টার সংযোজনের পরিকল্পনা রয়েছে।