ইউক্রেনের নির্মিত RK-3 Corsar ATGM সর্বপ্রথম ২০১৩ সালে সার্ভিসে আসে।এটি মুলত একটি লেজার গাইডেড এটিজিএম যেগুলো হাই এক্সপ্লোসিভ এবং হাই এক্সপ্লোসিভ এন্টি ট্যাংক ওয়ারহেড বহন করতে পারে। একে এন্টি আর্মার,এন্টি পারসোনাল,এন্টি বাংকার রোলে ব্যাবহার করা যায়।
মিসাইলগুলো ম্যান পোর্টেবল হওয়ায় সহজেই বহন করা যায়।মিসাইলগুলো ২.৫ কিলোমিটার দুর পর্যন্ত যেকোন মুভেবল টার্গেটও সহজে হিট করতে পারবে। লেজার গাইডেড বলে এটি জ্যাম করা প্রায় অসম্ভব।
পর্যায়ক্রমে পুরো মিয়ানমার সীমান্তে এই অস্ত্র মোতায়েন করা হবে। যাতে করে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা যায়।