সাম্প্রতিক শিরোনাম

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কসভো

বাংলাদেশ সরকার ২০১৭ সালে কসভোকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ২০০৮ সালে সার্ভিয়ার কাছ থেকে কসভো স্বাধীনতা লাভ করে। বিভিন্ন কূটনৈতিক জটিলতায় ২০১৭ সালে ১১৪ তম দেশ হিসেবে বাংলাদেশ কসভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি ও পরবর্তীকালে কসভোর কনস্যুলেট চালু করে। স্বাধীনতা স্বীকৃতির এক বছর পর অর্থাৎ ২০১৮ সালে কসভোর সাথে ইউএন রেজ্যুলেশন অনুযায়ী আমাদের আনুষ্ঠানিক ডিপ্লোমেটিক রিলেশন শুরু হয়। যেখানে দুই দেশ আন্তর্জাতিক শান্তি, বাণিজ্য এবং পারষ্পরিক সম্পর্ক বাড়ানোর ব্যাপারে চুক্তিতে স্বাক্ষর করে।
যার ধারবাহিকতায় তারা বাংলাদেশে বিনিয়োগ করার ইচ্ছা পোষণ করেছে। প্রথমে কসভোকে বাংলাদেশের পক্ষ হতে এই বিনিয়োগের প্রস্তাব দেয়া হলে বাংলাদেশে অবস্হানরত কসভোর রাষ্ট্রদূত তা বেশ উৎসাহী হয়ে গ্রহণ করেন।কারণ বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। তাদেরকে এদেশে বিনিয়োগে আগ্রহী করার জন্য দরকার সেদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর করানোর ব্যবস্হা করা।যাতে তারা এখানকার মার্কেট কনজাম্পশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে পারে। উল্লেখ্য এখনো কসভোর কোন বিজনেস ডেলিগেশন বাংলাদেশে আসেনি। কসভো-বাংলাদেশের সাথে বিনিয়োগ সংক্রান্ত কোন চুক্তিও এখনো না হওয়ায় কসভোর রাষ্ট্রদূত প্রথমে এ বিষয়ে চুক্তি চেয়েছেন ।
বাংলাদেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। জাপান, কোরিয়া, চায়না, ভারতসহ বিভিন্ন দেশ বড় ধরনের বিনিয়োগে এগিয়ে এসেছে। আরও অনেক দেশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এখানে কসোভোর বিনিয়োগকারীরাও বিনিয়োগ করলে লাভবান হবেন।বাংলাদেশে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, আইসিটিসহ বেশ কিছু গুরুতপূর্ণ সেক্টরে কসভোর লাভজনক বিনিয়োগ করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এজন্য উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পারস্পরিক দেশ সফর করতে হবে। এতে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির খাতগুলো চিহ্নিত করা সহজ হবে। আর বাংলাদেশেরও উচিত হবে নতুন দেশ হিসেবে কসোভোর বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী সবধরনের সহযোগিতা দেওয়া।
কসোভোর রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। কসোভোর বিনিয়োগকারীরাও বন্ধুপ্রতীম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কসোভোর বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে কাজটি সহজ হতে পারে। এজন্য উভয় দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়া প্রয়োজন। এতে উভয় দেশের ব্যবসায়ীগণ বাণিজ্য ও বিনিয়োগে এগিয়ে আসবে।”

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...