মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষ কষ্টে ছিল। বাংলাদেশ নৌবাহিনীর লেঃ কমান্ডার নাবিল
বৈরি আবহাওয়ায় রাস্তায় উপস্হিত স্বল্প আয়ের মানুষের মাঝে এবং বাড়িতে বাড়িতে গিয়ে নৌবাহিনীর সদস্যদেরকে ত্রাণ পৌঁছে দিতে দেখা যায়।
জানান কোভিড-১৯ (করোনা) ভাইরাস প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ নৌবাহিনী সিভিল প্রশাসনকে সহায়তা করে আসছে, লোকজনকে সতর্ক করা, কোয়ারান্টাইন নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য স্ফীতিশীল রাখার লক্ষ্যে নৌবাহিনী নিরলস ভাবে সন্দ্বীপে কাজ করে যাচ্ছে।
ত্রাণ বিতরণ নৌবাহিনীর আত্ম মানবতার কাজের একটি অংশ, দক্ষিণ সন্দ্বীপের পাশাপাশি উত্তর সন্দ্বীপেও ত্রাণ বিতরণ করা হবে বলে তিনি জানান।
করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সম্মিলিত সকলের সহযোগিতা, বাড়িতে অবস্থান করা ও সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ করেন তিনি।