বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহণ বহরের সি-১৩০ জুলিয়েট এয়ারক্রাফট। সবমিলিয়ে যুক্তরাজ্য হতে মোট ৫টি এয়ারক্রাফট সংগ্রহের চুক্তি হয় যার মধ্যে ১ টি ইতিমধ্যে বহরে সার্ভিস দিচ্ছে। এ বছরের মার্চ নাগাদ আরো ১ টি সি-১৩০জে৫ সংযোজিত হবে।ধীরে ধীরে আগামী বছর নাগাদ সব এয়ারক্রাফট গুলোই হাতে পাবে বাংলাদেশ।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র হতে Excess Defence Articles এর আওতায় আরো কিছু সি-১৩০ এর এইচ ভেরিয়েন্ট সংগ্রহ করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী।এরই মধ্যে বাংলাদেশ এবং আমেরিকা ড্রোন প্রযুক্তিতে একে অপরকে সহযোগীতার মাধ্যমে নতুন একটি সার্ভেল্যান্স ড্রোন সার্ভিসে আনছে।
যা মুলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং দেশের অভ্যন্তরে সার্ভেলেন্স এ ব্যবহৃত হবে। যদিও এ ড্রোন প্রজেক্ট কতটা সফল হয়েছে তা এখনো জানা যায়নি।তবে যুক্তরাজ্য থেকে সংগৃহিত এয়ার টানেল মুলত এসকল ড্রোনসমুহের গবেষণা এবং ভবিষ্যতে দেশে নির্মিত এয়ারক্রাফট সমুহের গবেষনায় ব্যবহৃত হবে তাতে কোন সন্দেহ নেই।