সফররত জাম্বিয়ান সেনাপ্রধান আজ রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের সাথে জাম্বিয়ান সেনাবাহিনীর যৌথ মহড়া করার অনুমতি চান। তিনি রাষ্ট্রপতির কাছে এ মহড়ার সম্ভাব্যতা যাচাইয়ের উপর জোরদেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রতিত্তোরে জানান, এই যৌথ মহড়াটি পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতেও সহায়াতা করবে।ন্যাশনাল ডিফেন্স কলেজের পাশাপাশি ডিফেন্স সার্ভিসেস ও স্টাফ কলেজের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেনা কর্মকর্তারা এখান থেকে উন্নত পেশাগত প্রশিক্ষণের এই সুযোগগুলো গ্রহণ করতে পারবেন।
এছাড়া জাম্বিয়ান সেনাপ্রধান বাংলাদেশে তাদের অফিসারদের প্রশিক্ষণের সুযোগ করে দেয়ায় বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি জানান বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জাম্বিয়ান সেনা সদস্যরা সেদেশে খুবই সফলভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। জাম্বিয়ান সেনাপ্রধান বাংলাদেশের সাথে চলমান এই সম্পর্ককে আরো জোরদার করার ব্যাপারে আশাবাদী।