বাংলাদেশ সেনাবাহিনী তাদের ১৫৫ ক্যালিবারের হুইটজার হিসেবে ১৫৫/৩৯ ক্যালিবার কিংবা ১৫৫/৫২ ক্যালিবারের হুইটজার হিসেবে ১৮ টি হুইটজার নিবে । এই টেন্ডার সম্ভবত ব্রিটিশ ডিফেন্স কোম্পানি BAE Systems এর তৈরি যুদ্ধে বহুলপরীক্ষিত M-777 ULH আল্ট্রালাইট হুইটজারের জেতার সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন মেয়াদে সেনাবাহিনী মোট ৯৬ টি ১৫৫/৩৯ কিংবা ১৫৫/৫২ ক্যালিবারের হুইটজার নিবে । তবে এটা এখনো নিশ্চিত নয় সেই ৯৬ টি হুইটজারের সবগুলোই কি এককভাবে ১৫৫/৩৯ ক্যালিবারের কিংবা এককভাবে ১৫৫/৫২ ক্যালিবারের হবে নাকি দুটো ক্যালিবারের আলাদা ধরনের হুইটজার ভিন্ন ভিন্ন পর্যায়ে নিবে ।
বাংলাদেশের ডিফেন্স রিসার্চ ফোরাম বিষয়টি নিশ্চিত করেছে।