ইজরাইলের তৈরি এই ATGM টি ১৯৭০ এর দশকে ডিজাইন করা হয় ও ১৯৮০ সাল থেকে উৎপাদন শুরু হয় । এই এটিজিএম এর মোট ৫ টি ভার্শন রয়েছে ।
বাংলাদেশ সেনাবাহিনী এই মিসাইলের স্পাইক-এমআর ভার্শন টি ব্যবহার করে থাকে যা সিঙ্গাপুর থেকে কেনা হয়েছিল ২০১১-১২ এরদিকে।
স্পাইক-এমআর ভার্শনটি মিডিয়াম রেঞ্জ ভার্শনের, প্রতিটি মিসাইল ১৪ কেজি ওজনের ও সর্বোচ্চ ২.৫ কিলোমিটার দূরবর্তী লক্ষে নির্ভুল ভাবে আঘাত হানতে সক্ষম ।
বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিশ্বের আরও প্রায় ২৫ টি দেশের সেনাবাহিনী এই ATGM টি ব্যবহার করে
ইজরাইলের তৈরি এই স্পাইক ATGM বিশ্বের অন্যতম সেরা ATGM হিসেবে বিবেচনা করা হয়ে থাকে ।