সিরাজুর রহমানঃ ভারতের বিমান বাহিনী তার ভবিষ্যত রাফায়েল জেট ফাইটার ফ্লীটের জন্য মেটওর এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইলের পাশাপাশি আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর উপযোগী হাম্মার এয়ার টু গ্রাউণ্ড মিসাইল সিস্টেম ক্রয় করতে যাচ্ছে। হাম্মার বা Highly Agile Modular Munition Extended Range (HAMMER) একটি মধ্যম পাল্লার গ্রাউণ্ড এ্যাটাক মিসাইল সিস্টেম। যা মুলত ২০০৭ সালে ফ্রান্সের প্যাসিসের এয়ার শো তে প্রথমবার প্রদর্শন করা হয়েছিল এবং এটি বিশেষ করে ফ্রান্স নেভি এণ্ড এয়ার ফোর্সের বিশেষ চাহিদার ভিত্তিতে ডিজাইন করা হয়। এটির ডিজাইন এবং ম্যানুফ্যাকচার করে ফ্রান্সের সাজেম (সাফরান গ্রুপ)।
সলিড ফুয়েল রকেট মোটর চালিত হাম্মার গ্রাউণ্ড এ্যাটাক মিসাইলের রেঞ্জ ৬০ থেকে ৭০ কিলোমিটার। হাম্মার মিসাইলের দুটি অংশ থাকে। একটি গাইডেন্স কীট এবং একটি রেঞ্জ এক্সটেনশন কীট। এই কীটগুলো এমকে-২৮ ওয়ারহেডেড় সাথে সংযুক্ত থাকে এসইউবি-৩৮, এসইউবি-৬৪ এসইউবি-৫৪ স্মার্ট বোম্বস ইউনিট। বিভিন্ন ক্যাটাগরির হাম্মার মিসাইলের ওজন ১২৫ কেজি, ২৫০ কেজি, ৫০০ কেজি এবং ১,০০০ কিলো ওজনের হয়ে থাকে। তবে ভারতের বিমান বাহিনী তার রাফায়েলের জন্য অজানা সংখ্যক ২৫০ কেজি ওজনের হাম্মার এয়ার টু গ্রাউণ্ড স্টাইক মিসাইল সংগ্রহ করতে যাচ্ছে।
ফ্রান্সের ৪++ জেনারেশনের রাফায়েল এক সাথে ২৫০ কেজি ওজনের এরুপ ৬টি গ্রাউণ্ড এ্যাটাক হাম্মার মিসাইল বহন করতে সক্ষম। হাম্মার মিসাইলকে ফ্রান্সের রাফায়েল এবং মিরেজ-২০০০ডি জেট ফাইটারে ইনস্টল করার উপযোগী করে ডিজাইন করা হয়। এটি ২০১১ সাল থেকে লিবিয়া, আফগানিস্তান, মালিসহ বেশ কিছু যুদ্ধে সফলভাবে ব্যাবহার করা হয়। তবে প্রতি ইউনিট কস্ট ক্যাটাগরি ভেদে কমবেশি হতে পারে। তবে ফ্রান্সের লা ট্রিবিউন নিউজের ২০১৭ সালের তথ্য অনুসারে, এর গড় মূল্য ৮০ হাজার ইউরো থেকে ১ লক্ষ ২০ হাজার বা তা আবার ২ লক্ষ ইউরো পর্যন্ত হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশ মিশর এবং কাতার তাদের রাফায়েল জেটের জন্য বেশ কিছু সংখ্যক এডভান্স হাম্মার গ্রাউণ্ড এ্যাটাক মিসাইলের অর্ডার করেছে।