মর্ডানাইজেশন অব CRT এর আওতায় এডভান্সড ইক্যুইপমেন্টে ঢেলে সাজানো হচ্ছে প্রত্যেক CRT সদস্যদের।
১. কমিউনিকেশন সক্ষমতা বৃদ্ধির লক্ষে ইউএসএ থেকে নতুন সরজাম ক্রয় প্রক্রিয়াধীন। যার মধ্যে Head to head communication সিস্টেম ইতোমধ্যেই পেয়েছে।
২. CRT সদস্যদের জন্য M-4 কারবাইন রাইফেল সংযোজন করার প্রক্রিয়া চলমান।
৩. ইউএসএ থেকে অজানা সংখ্যক রোবট ক্যামেরা/সার্ভ্যাইলেন্স UGV কেনা হয়েছে।
৪.CRT এর স্নাইপার সদস্যদের জন্য নতুন করে স্নাইপার রাইফেল কেনা হচ্ছে। SR-25/AR-10 থেকে যেকোন একটা মডেল পাবে তারা।
৫. নতুন থ্রো ওয়াল ইমেজিং ডিভাইস কেনা হচ্ছে। এতে কংক্রিটের দেয়াল স্ক্যান করে ওপাশে কোন ব্যাক্তি বা বস্তুর অবস্হান শনাক্ত করা যাবে। এর আগে এই ডিভাইসের একবার টেস্ট ট্রায়াল নেয়া হয়েছিল।
৬. মোট ৭০০টি বুলেট প্রুফ ব্যালাস্টিক শিল্ড ক্রয় করা হচ্ছে যার মধ্যে LEVEL IIIA এর ৪০০টি এবং LEVEL IV এর ৩০০টি।