যশোরের বেনাপোল বাজার থেকে ইলিশ মাছ চো’রাচা’লানের সময় গো’য়েন্দা তথ্যের ভিত্তিতে ছয় ভারতীয় চো’রাকা’রবারি আ’টক করেছে পুলিশ।
সেসময় তাদের কাছ থেকে ৬৪ কেজি ইলিশ মাছ উ’দ্ধার করা হয়। অ’বৈধভাবে আন্তর্জাতিক সী’মানা পারাপার ও চো’রাকারবের অভি’যোগ এনে তাদেরকে আ’দালতের মাধ্যমে কা’রাগারে প্রেরণ করেছে।
অন্যদিকে গতকাল রাজশাহী সী’মান্ত হতে ধ’রে নিয়ে যাওয়া পাঁচ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ। বাংলাদেশীদের উ’দ্ধারে দুবার পতাকা বৈঠকের আয়োজন করা হলেও সাড়া দেয়নি বিএসএফ।
বিএসএফ সূত্রে জানা যায় তারা ধৃত ৫ বাংলাদেশী নাগরিককে আ’দালতের মাধ্যমে জে’লে প্রেরণ করা হয়েছে। কিছুদিন পর ক’মান্ড্যান্ট লেভেলের একটা বৈঠকের আয়োজন করা হবে তাদের উ’দ্ধারে। যেখানে নেতৃত্ব দিবেন রাজশাহী ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন স্যার।
তারা পাঁচ জন আ’টক করেছে অন্যায়ভাবে আর বিজিবি তাদের ছয় জনকে আ’টক করা হয় আন্তর্জাতিক নিয়মানুসারে।