করোনার বিস্তার ঠেকাতে দীর্ঘ প্রায় দুই মাসের অধিক সময় সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন চালু হয়েছে। কিন্তু এরপর থেকেই মৃত্যু ও আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় এলাকাভিত্তিক ‘লকডাউন’ দিতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (৯ জুন) মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ ‘লকডাউন’ শুরু হচ্ছে। এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে রাত ১২টা ১ মিনিট থেকে সেনা সদস্যরা টহল দেবেন।
মঙ্গলবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতেএকথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ‘লকডাউন’ প্রকল্প নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্যরাও ওই এলাকায় মাঠ পর্যায়ে কাজ করবে। এজন্য ওই এলাকায় সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। সেনা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে লকডাউন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।