চলমান তুর্কী ডিফেন্স এক্সিভিশনে আজ বাংলাদেশে নৌবাহিনীর পক্ষে অংশ নেন মাহবুব উল ইসলাম। সেখানে তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফিউচার প্ল্যানের অংশ হিসেবে হেলিকপ্টার ক্যারিয়ার / LPD ক্রয়ের একটি প্রজেক্ট হাতে রয়েছে বলে জানান।
এছাড়া তুরস্কের পক্ষ হতে রকেট সান, হ্যাবল সান এর তৈরী এন্টিশীপ মিসাইল, নেভাল গান, রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম সহ বিভিন্ন সরন্জামের অফার করা হয়।
যদিও বাংলাদেশ নৌবাহিনী এ সংক্রান্ত বিভিন্ন সরন্জাম ক্রয়ের টেন্ডার ইতোমধ্যেই দিয়ে রেখেছে, সেহেতু বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে জানানো হয় যদি তুর্কীশ ডিফেন্স ইক্যুইপমেন্ট প্রস্তুতকারকরা টেন্ডারে অংশ নেয় তাহলে অবশ্যই বাংলাদেশ তা বিবেচনা করবে।