Boeing এর Vertical Lift Global Manager টেরি জেমিনসন বলেছেন নতুন দুইটি দেশ তাদের AH-64E Apache এর ক্রেতা হতে চলেছে। Shepherdnews অনুসারে দেশদুইটি হলো মিশর (Egypt) এবং বাংলাদেশ।
বাংলাদেশ শীঘ্রই Letter of Acceptance (LoA) সাইন করতে যাচ্ছে। একইসাথে বোয়িং ও Apache বিক্রির জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য বাংলাদেশ বিমানবাহিনীর জন্য প্রাথমিকভাবে ৮ টি Attack Helicopter হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত AH-64E Apache ডাউন সিলেক্টেড/টেন্ডার জিতেছে । শীঘ্রই এই নিয়ে দুই দেশের মধ্যে অফিশিয়াল চুক্তি স্বাক্ষরিত হবে ।