Bangladesh Ordnance Factory (BOF) নির্মিত ১২২ মি.মি. গাইডেড শেল

Bangladesh Ordnance Factory (BOF) নির্মিত ১২২ মি.মি. গাইডেড শেল।

বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত WS-22A মাল্টিপল রকে’ট ল’ঞ্চার সিস্টেমে এই রকেট ব্যাবহার করা হয়। নন গাইডেড র’কেটগুলার রেঃঞ্জ ৩০ কিলোমিটার আর আমাদের গাইডেড র’কেটের রে’ঞ্জ ৪৭ কিলোমিটার।

এইসব রকেট স্থানীয়ভাবে তৈরি হওয়ায় খরচ কমেছে ১/৩ ভাগ। মানে আমদানিকৃত ১ টি র’কেটের টাকায় দেশেই ৩ টি প্রস্তুত করা সম্ভব হচ্ছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রচুর সংখ্যায় এই সিস্টেম ব্যাবহার করছে। এবং আরো অনেকগুলো সিস্টেম যুক্ত হবার অপেক্ষায় আছে।

মায়ানমার সী’মান্তে মোতায়েন করলে মায়ানমারের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সা’মরিক স্থাপনা এর রে’ঞ্জের মধ্যে চলে আসবে।