সাম্প্রতিক শিরোনাম

বোরহানউদ্দিনে সেন্টার বাজারে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

নাজিবুল্লাহ, ভোলা প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেন্টার বাজারে রাত ১২.৩০ মিনিটে হোটেলের চুলার জলন্ত লাকড়ি থেকে ভয়াবহ আগুন লেগে ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজারের বড় একটি অংশ জুড়ে এ আগুন ছড়িয়ে পড়ায় দোকান মালিকরা ও স্থানীয় মানুষজন আগুন নিভাতে ব্যর্থ হন। দোকানগুলো পাশাপাশি থাকার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েকজন দোকানদার কিছু কিছু মালামাল সরাতে পারলেও তাড়াহুড়োর কারণে তা প্রায় নষ্ট হয়ে গেছে। এতে ৭০-৮০ লাখ টাকা ক্ষতির আশংকা করা হয়েছে। রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিস আসতেও অনেক বিলম্ব হয়েছে। বোরহানউদ্দিন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা ব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এখবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শনে আসেন বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। এসময় ইউনিয়ন চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়া মালিকদের শান্তনা দেন। পরবর্তিতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বশির গাজী এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী মো. সজিব জানান, বাজারে আগুন লাগছে খবর শুনে আসি। যারা ছিলাম আগুন নিভানোর চেষ্টা করছি কিন্তু পেট্রোলের দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে ভয়ে কাছে যেতে পারি নাই।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবদুল হান্নান জানান, যখন আগুন লাগে আমার দোকানে মানুষজন মালামাল সরানোর মধ্যে অনেক মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে।

আরেক ভুক্তভোগী রাসেল জানান, আগুন লাগার স্থান থেকে পনেরোটার পরে আমার কম্পিউটার দোকান ছিল। মালামাল সরানোর নাম করে দোকান ভেঙে কম্পিউটারসহ সবকিছু লুট করে নিয়ে গেছে।
বাজারের সাথেই একটা বসতঘরের মালিক অভিযোগ করেন, আগুন লাগার পর আমরা অন্যান্য জিনিসপত্র সরানোর কাজে ব্যস্ত এ হুড়োহুড়ির মধ্যে আমার ঘর থেকে মোবাইলসহ যে যা পারছে নিয়ে গেছে এমনকি ফ্রিজের মধ্যের গোস্ত পর্যন্ত নিয়ে গেছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...