করোনা বিপর্যয় বাংলাদেশের অর্থনীতিকে বিশাল আঘাত করেছে । বিশ্বখ্যাত ব্রিটেনের পত্রিকা দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ‘করোনা উত্তর’ বিশ্বের অর্থনৈতিক অবস্থার উপর এক গবেষণা পত্র প্রকাশ করেছে । সেখানে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের কথা বলা হয়েছে ।
এখানে শুধু সার্কভুক্ত দেশগুলি নিয়ে তাদের প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরা হল । বাংলাদেশ ধরাশায়ী । জিডিপি ৭.৫% থেকে ৩.৫% নেমে আসবে । কমবে অর্ধেকেরও বেশি ।
এক বিশ্লেষণে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, বাংলাদেশ ও ভারত তাদের শক্তিশালী অথনৈতিক অবস্থানের কারণে তুলনামূলক বেশি প্রণোদনা সরবরাহ করতে সক্ষম হবে । অন্যদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রণোদনার ধরন কিছুটা সীমিত হবে ।
দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট মনে করছে, এ জটিল অবস্থায় চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৩.৫ শতাংশ, ভারতের প্রবৃদ্ধি হবে ২ শতাংশ, যা আগে ৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছিল । পাকিস্তানের প্রবৃদ্ধি থমকে যাবে । কোনো প্রবৃদ্ধিই হবে না দেশটিতে । শ্রীলঙ্কার প্রবৃদ্ধি পূর্বাভাস ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ হবে বলে আশংকা করা হচ্ছে
লেখকঃ জাহিদুল ইসলাম