এক ধাক্কায় দেশের রপ্তানি আয়ে বিশাল উত্থান।
রপ্তানি আয় ৩৯১ কোটি ডলার, প্রায় ৪ বিলিয়ন।
করোনাভাইরাস মহামারীতে বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়ায় গত এপ্রিলে বাংলাদেশের রপ্তানি আয় তলানিতে গিয়ে ঠেকেছিল।
বিধি-নিষেধ শিথিলে কারখানা খোলার পর মে মাসে রপ্তানি আয় কিছুটা বাড়ে, জুনে তার চেয়ে অনেক বাড়ে।
এপ্রিলে রপ্তানি আয় ৫২ কোটি ডলার মে ১৪৭ কোটি ডলার জুনে কিছুটা ভালো ২৭১ কোটি ডলার
আর নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি করে দেশ যে আয় করেছে, তা গত ২০১৯-২০ অর্থ বছরের কোনো মাসেই তা করতে পারেনি !!!
রপ্তানি উন্নয়ন ব্যুরো কিছুক্ষন আগে রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩৯১ কোটি (৩.৯১ বিলিয়ন) ডলার আয় হয়েছে। প্রায় ৪ বিলিয়ন ডলারের কিছু কম।
এইমাসের টার্গেট ছিল ৩৪৪ কোটি ডলার, সেখানে ৩৯১ কোটি ডলার অর্থাৎ ১৩.৪০% প্রবৃদ্ধি। গত জুলাইএর তুলনায় চলতি জুলাইএ পোশাক পন্য ২% কম রফতানি হয়েছে। তবে পাট ও পাটজাত পন্যে বৃদ্ধি পায় ৩৮%, ওষুধে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার প্রমান ওষুধ রফতানি রেকর্ড ৪৯% বৃদ্ধি পেয়েছে। এছাড়া কৃষিপন্য ৩১% বৃদ্ধি হয়েছে।